
আট দফার নির্বাচনী লড়াইয়ের পর আজ বের হয়েছে তার ফলাফল। আজ সারাদিন জুড়েই চলছে ভোট গণনা। আজকের ভোট গণনা দেখার জন্য সারাদিন টিভির সামনে বসে ছিল বাংলার মানুষ। মানুষ আদিৰ আগেহে বসেছিল কি হবে আজ ? অবশেষে বেলা বাড়তেই ধীরে ধীরে বেড়িয়ে আসছে সম্ভাব্য ফলাফল।
সকাল থেকেই হাড্ডা হাড্ডি লড়াই শেষে অবশেষে ফের বাংলার মাটিতে সম্ভবত সরকার গর্তে চলেছে সরকার। সেই সাথে এখনো ২০০-এ অধিকি সিটে এগিয়ে আছে তৃণমূল। সেই নিরিখে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে আছে মাত্র ৭৫ টি আসনে। ভোট গণনা এই মুহূর্তে এখন শেষের মুখে তাই বিজেপির ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
তাই এবার সম্ভব্যও জয়ের খুশিতে ফেসবুক লাইভে মুখ খুললেন তৃণমূলের তরুণ যুবনেতা দেবাংশু ভট্টাচার্য্য। তিনি ফেসবুক লাইভে এসে বলেছেন “বিধির বিধান দিদিই রবে…. বন্ধু এবার খেলা হবে।“মোদি শাহের ডেলি প্যাসেঞ্জারি হেরে গেল ভাঙ্গা পায়ের কাছে। দেশের তাবড় তাবড় শক্তিকে নিয়ে এসেও একজন ৬৫ বছরের মহিলার সাথে লড়তে পারল না।এরপর লাইভে শেষের সময় তিনি আবেগতাড়িত ভাবে কেঁদে বললেন “আর বলবো না খেলা হবে। এবার তো খেলা হয়েছে।”