নিউজরাজনীতি

মা দিবসের পর এবার ‘স্ত্রী দিবস’ পালনের দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী

বিশ্বজুড়ে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়। তবে এখন থেকে শুধু মা দিবস নয়, স্ত্রী দিবসও পালনের দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে।
রোববার (১৫ মে) তিনি এমন দাবি করেন। এর আগেও নানা রকম বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন তিনি।

মহারাষ্ট্রের সাংলিতে এক সভায় বক্তৃতা দিতে গিয়ে রামদাস বলেন, ‘একজন মা সন্তানকে জন্ম দিলেও একজন স্ত্রী স্বামীর ভাল-মন্দের সময় পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। আমাদের উচিত স্ত্রী দিবসও উদযাপন করা।’

এর আগে করোনা মহামারির মধ্যে তিনি দেশ থেকে করোনা তাড়ানোর জন্য যজ্ঞ করেছিলেন। করোনা নিয়ে মন্তব্য করে বলেন, ‘গো করোনা গো’ বললে দেশ থেকে নিজে থেকেই বিদেয় নেবে কোভিড।

Back to top button