সাদা ডিমের ভেতর থেকে উঁকি দিচ্ছে যমজ পাইথনের বাচ্চা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও।
সেই কারণেই সাপের ভিডিও দেখতে চাইতেন না কেউ তবে সময়ের সাথেই এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন সকলে। বিশ্বের একটি ভয়ংকর প্রজাতির প্রাণীদের মধ্যে সাপ হল অন্যতম। সম্প্রতি সেরকমই এক বিরল প্রজাতির যমজ পাইথনের দৃশ্য ভাইরাল হলো নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি হাতের মধ্যে একটি সাদা রঙের সাপের ডিম ধরে রয়েছে। সেটি দেখতে একেবারে বলের মতোন লাগছে! দেখা গেছে ডিমটি সদ্য ফেটে, মুখ বাড়িয়েছে আস্ত দুটি পাইথন সাপ।
ছোট্ট ডিমটির মধ্যে ছোট বাদামি রঙের ওই যমজ পাইথন সাপের বাচ্চা দুটি গুটিসুটি মেরে বসে রয়েছে। ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড অফ স্নেক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। বর্তমানে নেটিজেনদের দ্বারা ভিডিওটি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছে।