ভাইরাল ভিডিও

Omicron-বাড়ছে যে তিনটি কারণে ? জেনেনিন সেই বিশেষ কারণ গুলো

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এতে আতঙ্কও বাড়ছে। ইতোমধ্যেই ওমিক্রন ভ্যারিয়েন্টটি বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়েছে। তবে এ দেশগুলো ছাড়াও আরও অনেক দেশে ওমিক্রনের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, আগের ভ্যারিয়েন্টেগুলোকে ওমিক্রনের মতো এত দ্রুত ছড়াতে দেখিনি। এর উপসর্গগুলো কম গুরুতর হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি করতে পারে।

সারা বিশ্বেই যেন হুহু করে বাড়ছে ওমিক্রন। কোনও ভাবেই যেন তাকে করা যাচ্ছে না নিয়ন্ত্রণ। অমিক্রনের এই সংকটমক হয়ে ওঠার পেছনে রয়েছে মূলত ৩ টি কারণ আর সেগুলি হলো –

১)করোনা ভাইরাসের অকেনটাই মিউটেশন হয়েছে। মিউটেশনের নতুন রূপটি সহজেই প্রবেশ করতে পারে মানুষের শরীরের কোষের ভেতরে।

২)করণের এই নতুন ভেরিয়েন্ট মানুষের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই পাশ কাটাতে পারে।

৩)পর্যবেক্ষকরা জানিয়েছেন ওমিক্রন ফুসফুসের আপার রেসপেরোরটি ট্রাকে সংক্রমিত হচ্ছে। যার ফলে সহজেই এক শাড়ির থেকে অন্য শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ছে খুব সহজেই।

Back to top button