ভাইরাল ভিডিও

সাবধান! ওমিক্রন ব্যাপক প্রভাব বিস্তার করছে শিশুদের মধ্যেও, সতর্ক করলো স্বাস্থমন্ত্রক

নতুন এক তথ্যে উঠে এসেছে করোনা আক্রান্ত হয়েছে এমন শিশুদের মধ্যে ৬৯.২ শতাংশই ফের কোরোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যদফতর সূত্রে জানা গেছে এমনটাই। পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ছে কোরোনার উদ্বেগ। করোনার দুটি ডোজ নেওয়ার পরেও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ বলে জানিয়েছে স্বাস্থ দফতর।

স্বাস্থ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যতগুলি নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৭১.২ শতাংশ ওমিক্রন। ৩.৭ শতাংশ ডেল্টা। আর ৬.৭ শতাংশ নমুনা পরীক্ষায় পাওয়া যায়নি কোনো ভ্যারিয়েন্ট।

প্রসঙ্গত, সারা বিশ্বেই যেন হুহু করে বাড়ছে ওমিক্রন। কোনও ভাবেই যেন তাকে করা যাচ্ছে না নিয়ন্ত্রণ। অমিক্রনের এই সংকটমক হয়ে ওঠার পেছনে রয়েছে মূলত ৩ টি কারণ আর সেগুলি হলো –

১)করোনা ভাইরাসের অকেনটাই মিউটেশন হয়েছে। মিউটেশনের নতুন রূপটি সহজেই প্রবেশ করতে পারে মানুষের শরীরের কোষের ভেতরে।

২)করণের এই নতুন ভেরিয়েন্ট মানুষের ইমিউনিটি পাওয়ার অর্থাত্‍ রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই পাশ কাটাতে পারে।

৩)পর্যবেক্ষকরা জানিয়েছেন ওমিক্রন ফুসফুসের আপার রেসপেরোরটি ট্রাকে সংক্রমিত হচ্ছে। যার ফলে সহজেই এক শাড়ির থেকে অন্য শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ছে খুব সহজেই।

Back to top button