ভাইরাল ভিডিও

সাবধান! ওমিক্রনে শিশুদের সমস্যা বেশি, জানাচ্ছে নতুন গবেষণা

দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা (COVID-19) ভাইরাসের প্রকোপ। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ ক্রমে বড় আকার ধারণ করেছে। আর এই তৃতীয় ঢেউ দেশে এসেছে ওমিক্রনের হাত ধরে। দেশের সমগ্র জায়গা জুড়ে খুলে গিয়েছিলো স্কুল, অফিস চলছিল স্বাভাবিক নিয়মে ও পুরো যাত্রী নিয়ে চলছিল সমস্ত যানবাহন কিন্তু ওমিক্রন সংক্রমণে ফের লাগু হল নানান বিধি। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউয়ের জন্য শুরু হয়েছে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়াও।

তবে চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী, এই তৃতীয় ঢেউ আসায় শিশুরা বেশি আক্রান্ত হতে পারে। এখনও সেইরকম কোনো কিছু দেখা না গেলেও, তাঁরা বলছেন তৃতীয় ঢেউ নিয়ে আসা ওমিক্রন শিশুদের জন্য বেশি সমস্যার হতে পারে।

এই বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞরা বলেছেন, ‘৫ বছরের কমবয়সি শিশুদের সমস্যা বেশি তাদের সাবধানে রাখতে হবে। আমাদের দেশে এমন অনেক জায়গাতেই অনেক শিশুর ইমিউমিটি কম তাদের সমস্যা বেশি হতে পারে। তাই বাবা মাকে সতর্ক হতে হবে এবং সবার আগে বাবা মাকে ভ্যাকসিন নিতে হবে। এখন বাইরের কাউকে বাড়িতে না ডাকাই ভালো। ডাকলেও বেশি ভিড় যেন না হয়। এই বিষয়গুলি নজরে রাখতে হবে।’

Back to top button