ছোট্ট শিশুর মতো বসে কলা খাচ্ছে খুদে বাঁদর, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে , জামা-প্যান্ট পড়ে অবিকল বাচ্চা শিশুর মত একটি বাঁদর ছানাকে। যে ঘরের মধ্যে বসে রয়েছে এবং এক এক করে কলা খেয়ে যাচ্ছে। তার জামাটিও দেখতে অত্যন্ত সুন্দর নানান রঙের। এক মহিলা তাকে পাশ থেকে বাচ্চার মতনই কলা খাইয়ে দিচ্ছে আর সেও চুপচাপ লক্ষী সোনার মতন তা খেয়ে যাচ্ছে।
View this post on Instagram
ইনস্টাগ্রামের একটি পেজ থেকে মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। যেখানে ওই খুদে বাঁদরটিকে দেখার ভিড় জমে গেছে! নানান মন্তব্যে জড়ো হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে। বাঁদরটির এত সুন্দর খাবার ভিডিও সত্যিই সকলের মন ছুঁয়ে গেছে।