নিউজদেশ

যোগী সরকার পেলো বড় সাফল্য, Make In India প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশেই তৈরী হবে ব্রিটেনের রিভালবার

বড় সাফল্য লাভের পথে ভারত। প্রধানমন্ত্রী মোদির শুরু করা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে দেশকে স্বনির্ভর করার উদ্যেশে ভারত এগিয়ে গেলো অনেকটাই। এবার এই নতুন প্রকল্পের আওতায় দেশের মাটিতেই তৈরী করা হবে ব্রিটেনের স্কট রিভালবার।
উত্তর প্রদেশের হারদোইতে তৈরী হবে ব্রিটিশ অস্ত্র নির্মাণ সংস্থা ওয়েবলে অ্যান্ড স্কট এর কারখানা। দ্বিতীয়া বিশ্ব যুদ্ধ চলাকালীন এই সংস্থায় তখন সমস্ত দেশকে অস্ত্র সরবরাহ করেছিল।

বিশ্ব বিখ্যাত এই সংস্থা এই প্রথম তাদের কারখানা ভারতে খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ এই সংস্থা উত্তরপ্রদেশে কারখানা তৈরী করার জন্য লখনৌয়ের আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী সংস্থা সিয়াল ম্যানুফ্যাকচারার্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।জানাগেছে আগামী নভেম্বর মাস থেকেই শুরু হবে কাজ।

ওয়েবলে অ্যান্ড স্কট সংস্থার কর্মকর্তা জানিয়েছেন যে তারা ভারতে আগ্নেয়াস্ত্র তৈরী করার লাইসেন্স ২০১৯ সালেই পেয়ে গেছিলো এবার তারা সেই কাজ শুরু করতে চলেছে।

তিনি আরো বলেন ‘ভারতের মধ্যে এখানে বিশাল বাজারের ব্যবসার সুযোগ সুবিধা বেশি থাকায়, আমরা অস্ত্র নির্মাণের ইউনিটের জন্য উত্তরপ্রদেশকেই নির্বাচন করেছি। কিছু দিনের মধ্যেই উত্তরপ্রদেশের সানডিলায় কারখানা নির্মানের কাজকর্ম খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে ১৫ জনের একটি বিশেষজ্ঞ টিম উত্তরপ্রদেশ আসবে’।

জানাগেছে এই কারখানায় তৈরী করা হবে পয়েন্ট ৩২ রিভলবার, রাইফেল ও শটগান এর পাশাপাশি এখানে প্রস্তুত করা হবে বিশ্ব বিখ্যাত স্কট রিভালবার।

Back to top button