নিউজ

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় এবার ভারতের ৮২ বছরের বিলকিস বানু

সারা বিশ্বকে এবার অবাক করে দিয়েছেন ৮২ বছরের এক নারী। তিনি এবার তার জীবনের শেষ লগ্নে পৌঁছে জায়গা করে নিলেন টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাব শালী ব্যক্তিদের তালিকায়। গতবছর ভারতে যে বিতর্কিত NRC ও CAA বিল নিয়ে আন্দোলন হয়েছিল সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন বিলকিস বানু।

ভারতের শাহিনবাগে তিনি ছিলেন বিক্ষোভের প্রতীক। বিলকিস বানু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য পত্রিকা টাইম ম্যাগাজিনের হিসেবে বিশ্বের ১০০ জন প্রভাব শালী নারীদের মধ্যে জায়গা করে নিয়েছেন।
টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বজুড়ে প্রভাব রাখা বিভিন্ন বর্গের ব্যক্তিদের মধ্যে ক্ষমতাধর একটি তালিকা প্রকাশ করে। এবার সেই তালিকায় নাম উঠেছে বিলকিস বানুর। টাইম ম্যাগাজিনের তালিকায় শুধু বিলকিস বানাই নয় ভারত থেকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাও। টাইম মেগাজিনের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে যে বিলকিস বানুকে সকলেই দাদি বলে ডাকেন।

প্রসঙ্গত উল্লেখনীয় যে গত বছর সংসদে পাশ হওয়া দুটি বিতর্কিত বিল NRC ও CAA নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু হয় শাহিনবাগে। সেখানে ১০০ দিনের বেশি সময় ধরে হয় বিক্ষোভ প্রদর্শন। আর সেই সময় তীব্র শীতের মাঝে চলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ৮২ বছর বয়সী এই মহিলা বিলকিস বানু। এর আগে ভারত থেকে অনেকেই জায়গা পেয়েছিলেন এই প্রভাবশালীর তালিকায়। তবে ৮২ বছর বয়স্ক এই মহিলা এবার অবাক করে দিয়েছেন সকলকে।

Back to top button