নিউজ

আবহাওয়া: আসবে কি বৃষ্টি! কেমন থাকবে আজ বাংলার আবহাওয়া? দেখেনিন একঝলকে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা থাকবে ৯২ শতাংশ। আজ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলাতে।

দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তর বঙ্গে আজ রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ এখন কিছুটা দুর্বল হয়েছে। বৃষ্টি নামলেও তা আর আগের মতো অনবরত ঝরবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকার কারণে মানুষের মধ্যে থাকবে অস্বস্তি।

বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের কলকাতা ,হাওড়া ,বর্ধমান জেলায়। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ,আলিপুর ও কোচবিহারেও রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টি পাটের সম্ভাবনা।বাতাসে আদ্রতার পরিমান থাকার কারণে বজায় থাকবে ভ্যাপসা গরম। ফলে অস্বস্তিতে থাকবে বাংলার মানুষ।

Back to top button