নিউজ

আবহাওয়া: বৃষ্টি শেষে বাড়ছে তাপমাত্রা, অস্বস্তিতে রাজ্যবাসী! আজ কি বলছে আবহাওয়া দপ্তর জেনে নিন

আবহাওয়া দফতর আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আজ কলকাতার তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমান থাকবে ৯৮ শতাংশ। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে বৃদ্ধি পাবে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘনীভূত নিম্নচাপ বাংলাতে প্রভাব ফেলেছে অনেকটাই। রোজি সকালের দিকে দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া। আজ রাজ্য জুড়ে রয়েছে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই দেখা যাচ্ছে রোগ ও মেঘের খেলা তবে আজ দক্ষিণ বঙ্গে বৃষ্টি নামার সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরের নিম্ন চাপের কারণে বিকেলের দিকে হতে পারে বৃষ্টি। তবে বৃষ্টি হলেও বাতাসে আদ্রতার কারণে অস্বস্তিতে থাকবে রাজ্যবাসী।

তবে নিম্ন চাপের কারণে আজ উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং, কালিম্পঙ ,জলপাইগুড়ি ,আলিপুর দুয়ার ও কোচবিহারের অন্যান্য জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অপরদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমলেও উত্তরবঙ্গে এখনো থাকছে বৃষ্টির সম্ভাবনা।

Back to top button