নিউজ

ট্রাক বা পিকআপ ভ্যান নয় গরু পাচার হয় অ্যাম্বুলেন্সে, চাঞ্চল্যকর প্রমান পেলো পুলিশ

এম্বুলেন্স পরিষেবা চালু করা হয় সংকটাপন্ন রোগীদের সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য। যা মৃত্যুর মুখে থাকা রোগীদের জীবন বাঁচিয়েছে অনেকবার। অথবা প্রসূতি মা কে তাড়াতাড়ি স্বাস্থ কেন্দ্রে পৌঁছে দেবার জন্য এম্বুলেন্সের জুড়ি মেলা ভার। আর সেই এম্বুলেন্সের ব্যবহার এখন দিনের পর দিন হচ্ছে বিভিন্ন অনৈতিক কাজে। এর আগে এম্বুলেন্স করে দুষ্কৃতীদের আনাগোনা তো ছিলই সাথে ছিল গাজা ও মদ পাচার। আর এবার উঠে এলো গরু পাচার চক্র।

গতকাল মধ্যে রাতেই পাওয়া গেলো এমন প্রমান। একটি এম্বুলেন্স সংকটাপন্ন রোগীকে নিয়ে যাওয়ার মতো সাইরেন বাজিয়ে ছুটছিল। কিন্তু এম্বুলেন্সটি হাসপাতালের দিকে নয় যাচ্ছিলো সীমান্তের দিক। তাই পুলিশ সাথে সাথে দেয়ার করে এম্বুলেন্সটিকে।

তারপর ভেতরে তাকিয়ে দেখেন অন্ধকারে চোখ জ্বলছে বেশ কয়েকটি গরুর। আর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সাতকুড়া গ্রামে।

প্রসঙ্গত উল্লেখনীয় বিএসএফের প্রাক্তন কমান্ডার সতীশ কুমারের বিষয়ে তদন্ত করছে সিবিআই। আর ওই সতীশ কুমার একসময় জলপাইগুড়ি রাধাবাড়ি ক্যাম্পে ডিউটি করেছিলেন।

Back to top button