নিউজ

সেপ্টেম্বরের প্রতিটি রোববার থাকবে লকডাউন

জানানো গিয়েছে সেপ্টেম্বর মাস জুড়ে পঞ্জাবের ১৬৭ টি শহরে প্রতি রবিবার করে লকডাউনের ঘোষণা করল পঞ্জাব সরকার।শনিবার না শুধুমাত্র রবিবার থাকবে লকডাউ।

তিনি জানিয়েছেন, রাজ্যের শহরগুলিতে সারা সপ্তাহ জুড়ে রাত ৯ টা ৩০ থেকে সকাল ৫ টা অবধি সাধারণ মানুষের জন্য যাতায়াত নিষিদ্ধ থাকবে। তবে এমার্জেন্সি পরিষেবায় ছাড় রয়েছে। এছাড়া জানানো হয়েছে, জাতীয় ও রাষ্ট্রীয় সড়কে যাতায়াত চালু থাকবে, চালু থাকবে আন্তঃরাজ্য যাতায়াত ব্যবস্থাও। স্বাস্থ্য, কৃষি, ডেয়ারি, ফিশারি কার্যক্রম সহ ব্যাংক ও এটিএম ইত্যাদি সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবাগুলিরও অনুমতি দেওয়া হবে।

তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা বাদে অন্য দোকানগুলি প্রতিদিন রাত ৯ টার মধ্যে বন্ধ করতে হবে। রবিবার শহরজুড়ে সারাদিন বন্ধ থাকবে এই দোকানগুলি। শুধু ডেয়ারি সহ প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলি রবিবার রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।

Back to top button