নিউজরাজ্য

Weather: ভ্যাপসা গরম থেকে রেহাই বঙ্গবাসীর, শহরে ফের ঝড়-বৃষ্টির সংকেত দিলো হাওয়া অফিস

মঙ্গলবার সন্ধ্যায় টানা বৃষ্টি হয়। এক ধাক্কায় তাপমাত্রা কমেছে গরমের হাত থেকে রেহাই পায় শহরের বাসিন্দারা। আগামী দিনেও এ অবস্থা অব্যাহত থাকবে। এমনটাই বলছে আলিপুরা আবহাওয়া দফতর।

তুমুল বৃষ্টি
বুধবারে কলকাতা শহরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে শহরের আকাশ মেঘে ঢাকা। দহন হ্রাস। আবহাওয়া সংস্থা অনুসারে, মঙ্গলবার সর্বোচ্চ দৈনিক তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 91 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যায় কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।

দুই বাংলায় বৃষ্টি
এদিকে কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মতো এলাকায় বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে। যে কোনো জায়গায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহের পাশাপাশি দিনাজপুর ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার পর্যন্ত বাংলার দুই জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ ৪০-৫০ কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Back to top button