নিউজ

পুরুষের সাথে সমান তালে, এবার রাফাল বিমান ওড়াবেন বায়ুসেনার মহিলা পাইলট

ফ্রান্সে নির্মিত রাফাল ফাইটার জেট ১০ সেপ্টেম্বর যোগ দিয়েছে ভারতীয় সামরিক বাহিনীতে। আর তার ১০ দিন পরেই শুরু হয়ে গেছে তার সক্রিয় কাজ। টো সেপ্টেম্বর রাফাল বিমানকে দেখা গেছে লাদাখ সীমান্তে নজরদারি চালাতে। আর এবার সেই রাফাল যুদ্ধবিমান ওড়াবে এক মহিলা পাইলট। এমনটাই জানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। বর্তমানে ভারতীয় বায়ুসেনাতে রয়েছেন ১০ জন মহিলা ফাইটার পাইলট।

আর এবার ভারতীয় বায়ুসেনার ১৭ স্কোয়ার্ড্রনে পুরুষ ফাইটার পাইলটের সাথে নিয়োগ করা হচ্ছে এক প্রতিভাময়ী মহিলা পাইলটকেও। মহিলারা পাইলটরা এখন যেকোনো মিগ্ বিমান চালাতে পারদর্শী। সম্প্রতি তারা ওড়ানো শুরু করে দিয়েছে মিগ-২১ বাইসন এর মতো বিমান। তবে রাফালের মতো বিমান চালানোর জন্য প্রয়োজন।

ভারতীয় এক সেনা আধিকারিক জানিয়েছেন যে রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যে লাদাখের আকাশে কাটছে চক্কর।সেখানে এই যুদ্ধবিমানের মাধ্যমে চীনের প্রতি কড়া নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দিয়েছে ৫ টি রাফাল। আগামী ২০২১ সালের মধ্যে চুক্তিমত বাড়তে এসে যাবে আরও ৩৬ টি রাফাল ফাইটার জেট। ভারতের কাছে এই রাফাল বিমান আসার পরেই এখন ঘুম উড়ছে শত্রু বাহিনীর।

Back to top button