নিউজ

জন্মদিনে পোষা কুকুরকে ২২ লাখ টাকার বাড়ি উপহার দিলেন প্রভু, খুশিতে আত্মহারা পোষ্য

জন্মদিন সবার জন্যই বিশেষ কিছু। নানা আয়োজনে দিনটি উদযাপন করেন অনেকেই। ইদানীং পোষা কুকুর-বেড়ালের জন্মদিনও ঘটা করে উদযাপন করতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ২৫ বছর বয়সী ইউটিউবার ব্রেন্ট রিভেরাও তার প্রিয় কুকুর চার্লির প্রথম জন্মদিনে অন্যদের চেয়ে আলাদা কিছু করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত যা করলেন, তা বিস্ময়করই বটে।
চার্লির জন্য তিনি নিজের বাড়ির উঠানে বানিয়েছেন বিশেষ একটি ‘বাড়ি’। যেটি নির্মাণে তার খরচ পড়েছে ২০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ২২ লাখ টাকা।

নির্মিত বাড়ির ওই ভিডিওতে দেখা যায়, এতে আলাদা শোবার ঘর রয়েছে তার জন্য। রয়েছে লিভিং রুম। রয়েছে বাড়ির পেছনে ফাঁকা জায়গা। লিভিং রুমে টেলিভিশনও রাখা হয়েছে। পাশে রয়েছে সোফা। সামনে টেবিলে রাখা হয়েছে খাবার। ওই টেলিভিশনে দেখা যাবে চার্লির প্রিয় ভিডিওগুলো।

বাড়ির ভেতরটা অনেকটা ডুপ্লেক্স আদলে করা। এই লিভিং রুম থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় শোবার ঘরে। বিছানার এক পাশে রাখা হয়েছে তার কাপড়চোপড়, অন্য পাশে টেবিলে রাখা হয়েছে অ্যালার্ম ঘড়ি। বাড়ির সামনে রাখা হয়েছে গাছ।

চার্লির জন্মদিনকে এবার বিশেষভাবে উদ্‌যাপনের জন্য এ বাড়িটি তৈরি করেছেন ব্রেন্ট।

ভিডিওতে দেখা যায়, চার্লিকে যেন আর একা থাকতে না হয়, সে জন্য একটি সঙ্গী কুকুর আনা হয়েছে। এ ছাড়া ব্রেন্ট যখন কাজে ব্যস্ত থাকবেন সেই সময় চার্লি যাতে একাকিত্ব অনুভব না করে, সে জন্য একজন পেশাদার পোষা প্রাণী রক্ষণাবেক্ষণকারীকেও নিয়োগ দিয়েছেন তিনি।

ব্রেন্টের ১০ মিনিটের এই ভিডিও এরই মধ্যে ৭৩ লাখ মানুষ দেখেছেন ইউটিউবে। ভিডিও দেখে মন্তব্য করেছেন কয়েক হাজার মানুষ। অনেকে চার্লির জন্য শুভকামনা জানিয়ছেন। আবার অনেকেই ব্রেন্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সূত্র: ডেইলি মেইল

Back to top button