নিউজ

জনপ্রিয় গায়ক বালাসুব্রাহ্মণ্যমেরে মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মারা গেলেন বিখ্যাত গায়ক এসপি বালাসুব্রাহ্মণ্যম। আজ তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি গত ৫ আগস্ট করোনায় আক্রান্ত হন। এরপরই তিনি করোনা উপসর্গ নিয়ে চেন্নাইয়ের এমজিএম হাসপাতলে ভর্তি হন। কিন্তু গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। কিংবদন্তি গায়কের প্রয়ানে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কিংবদন্তি এসপি বালাসুব্রাহ্মণ্যমের মৃত্যুর খবর আমি গভীরভাবে শোকাহত। সমস্ত জেনারেশন তাঁকে মনে রাখবে। তাঁর পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা রইলো।’

কিংবদন্তি গায়ক বালাসুব্রাহ্মণ্যম প্রায় ১৬টি ভাষায় ৪০ হাজারেরও বেশি গান করেছেন এই শিল্পী। দেশ ও বিদেশে তিনি বহু সন্মান ও পেয়েছেন। ২০০১ সালে পদ্মশ্রী ও ২০১১ সালে পদ্মভূষণ তাঁকে সম্মানিত করে ভারত সরকার।

Back to top button