Police: সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরি! লক্ষ লক্ষ টাকার দুর্নীতিতে গ্রেফতার কনস্টেবল
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগে এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল দীপঙ্কর সরকার। অভিযোগ, গত চার পাঁচ বছর ধরে তিনি সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরি করে আসছেন।
জানা গিয়েছে, জেলা পুলিশ সুপারের অফিসে পুলিশ কর্মীদের বেতনের বিল বানানোর দায়িত্বে ছিলেন দীপঙ্কর। এই সুযোগে তিনি অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের উপস্থিত দেখিয়ে তাদেরও বেতনের বিল তৈরি করতেন। অ্যাকাউন্ট নম্বরের জায়গায় পরিচিত কারও অ্যাকাউন্ট নম্বর দিতেন। সরকারের তরফে বেতনের টাকা অ্যাকাউন্টে পড়লে তুলে নিতেন তিনি।
অভিযুক্ত দীপঙ্কর সরকারকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন সিভিক ভলান্টিয়ারদের বেতনের তালিকা কনস্টেবলদের হাতে দেওয়া হয়? এই বিষয়ে তদন্তের দাবি উঠেছে।
এই ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রামপুরহাটের মনোজিৎ বাগীশের পর এবার দীপঙ্কর সরকারের ঘটনায় প্রশ্ন উঠছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। কেন সিভিক ভলান্টিয়ারদের বেতনের তালিকা তদারকি করা হয়নি?