নিউজ

অক্টোবরেই রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ, ঘটবে মহাজাগতিক এই বিরল ঘটনা

একই মাসে এবার দুটি পূর্ণিমা। এবার ১ অক্টোবর রয়েছে পূর্ণিমা সেই সাথে আবার ৩১ অক্টোবর হবে পূর্ণিমা। আর সেই দিনিই দেখা যাবে আকাশে পূর্ণ চাঁদ। তবে আশ্চর্যের কিছুই নেই এই চাঁদের রং নীল থাকবে না। তবে দ্বিতীয় এই পূর্ণ চন্দ্রের নাম দেওয়া হয়েছে ব্লু মুন অর্থাৎ নীল চাঁদ।

পৃথিবীর স্বস্থান থেকেই পূর্ণ চন্দ্রের এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। আর এই ঘটনা ৩০ বছরে প্রথম বার মানুষ দেখতে পারবে সারা পৃথিবী জুড়ে।

আর এই ঘটনা ঘটে প্রতি ১৯ বছর পর পর। এর আগে এই ঘটনা ঘটেছিলো ২০০১ সালে। অক্টোবরের ৩১ তারিখের পর আবার এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে ২০৩৯ সালে।

তবে সেই সময় পৃথিবীর স্বস্থান থেকে এই বিরল দৃশ্য দেখা যাবে কিনা তা সঠিকভাবে এখুনি বলা যাচ্ছে না।
সারা পৃথিবী জুড়ে এর আগে এই ব্লু মুন দেখা গিয়েছিলো ১৯৪৪ সালে।

তবে চাঁদের রং নীল না হলেও েকে কেন ব্লু মুন বলা হয় জানেন। কারণ ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে ‘Once in a Blue Moon ‘ সেই প্রবাদ বাক্য থেকেই এসেছে এই নাম।

Back to top button