দেশরাজনীতিরাজ্য

BJP-কে “বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়া” দরকার বললেন মুখ্যমন্ত্রী, জানুন কারণ

গতকাল, মঙ্গলবার অর্থাৎ ১লা ফেব্রুয়ারী পেশ করা হয়েছিল ২০২২-২৩ সালের অর্থবর্ষের বাজেট ( BUDGET )। সেই বাজেট পেস করেছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন । তবে বাজেট পেশের পর থেকেই স্বাভাবিক ভাবেই বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মোদী সরকারের তরফে পেস হওয়া বাজেট নিয়ে নিন্দার সুর সোনা যাচ্ছে বিরোধীদের মুখ থেকে। তবে চুপ থাকলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তিনি বাজেট নিয়ে ক্ষোব প্রকাশ করলেন।

এই দিন তিনি বাজেট নিয়ে বলেন, “বিজেপিকে (কেন্দ্র) সরিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। দেশের জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। চুপ করে বসে থাকবে না। এটাই গণতন্ত্র। আমাদের প্রধানমন্ত্রী খুবই অদূরদর্শী।” পাশাপাশি জাতীয় রাজনীতিতে প্রবেশ নিয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “দেশে গুণগত (নেতৃত্ব) পরিবর্তন দরকার। আমি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সাথে আলোচনা করতে মুম্বই যাচ্ছি। আমরা এই দেশের ঠিক কী প্রয়োজন তা নিয়ে কাজ শুরু করব। আমি দৃঢ় বিশ্বাসী যে আমাদের দেশ শক্তিশালী এবং যেখানেই প্রয়োজন সেখানেই আমাদের দেশ প্রতিক্রিয়া জানায়।”

Back to top button