নিউজরাজ্য

‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’, সুকান্তর দিকে তেড়ে এল DYFI, হকচকিয়ে গেলেন রাজ্য সভাপতি

আগামী লোকসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের লক্ষ্যে আজ কলকাতার ব্রিগেড সমাবেশে মিলিত হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সমাবেশে তুলে ধরা হবে রাজ্যে চলমান একাধিক দুর্নীতির ইস্যু।

রবিবার সকাল থেকেই ব্রিগেডমুখী সাধারণ মানুষ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাতটি মিছিল আসবে। হাওড়া, শিয়ালদহ থেকে আসবে দুটো বড় মিছিল। এছাড়া, খিদিরপুর, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো স্টেশন ও পার্ক সার্কাস থেকে পাঁচটি মিছিল যাবে ব্রিগেড।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমাবেশের আগেই DYFI-এর বিক্ষোভের মুখে পড়েন। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে শিয়ালদহ স্টেশন চত্বরে হঠাৎ সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে DYFI। “বিজেপি হঠাও, দেশ বাঁচাও”, জোড়ে জোড়ে এই স্লোগান দিতে থাকে DYFI নেতৃত্ব।

বিক্ষোভের পরই শিয়ালদহ স্টেশন ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে যান সুকান্ত মজুমদার।

ব্রিগেড সমাবেশে সাতজন বক্তা থাকবেন। তালিকার শীর্ষে জ্বলজ্বল করছে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম। পাশাপাশি বক্তব্য রাখবেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

সমাবেশের মাধ্যমে সিপিএম চাইছে আগামী লোকসভা নির্বাচনে জয়লাভের জন্য দলের ঐক্য ও শক্তি প্রদর্শন করতে।

ব্রিগেড সমাবেশকে ঘিরে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলে বসানো হয়েছে কড়া নিরাপত্তা বলয়।

Back to top button