নিউজরাজ্য

চাকরির খবর: মাসে 45 হাজার টাকা বেতন! পরীক্ষা ছাড়াই শতাধিক নিয়োগ হবে AIIMS -এ

কল্যাণী AIIMS-এ নতুন বছরে শতাধিক নিয়োগ হবে। কেন্দ্র পরিচালিত এই মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানটি 107টি শূন্যপদ পূরণ করতে চলেছে। এই পদগুলিতে চিকিৎসক নিয়োগ করা হবে।

নিয়োগের পদ

নিয়োগ করা হবে সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) ও সিনিয়র ডেমনস্ট্রেটর পদে।

নিয়োগের বিভাগ

সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে বায়োকেমিস্ট্রি, ডার্মাটোলজি, ENT, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকলজি, রেডিয়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক ও ফিজিওলজি বিভাগে।

এছাড়াও ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাকোলজি, জেনারেল সার্জারি, অ্যানাস্থেশিওলজি, মাইক্রোবায়োলজি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, নিউক্লিয়ার মেডিসিন, জেনারেল মেডিসিন ও অ্যানাটমি বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে।

আবেদনের বয়স

এই পদগুলিতে আবেদনের বয়সসীমা 45 বছর। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতন

প্রতি মাসে বেতন বাবদ মিলবে 15,600 থেকে 39,100 টাকা। এছাড়া গ্রস পে বাবদ অতিরিক্ত 6,600 টাকা পাওয়া যাবে।

আবেদনের ফি

আবেদন ফি 1000 টাকা।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের লিঙ্ক AIIMS-এর ওয়েবসাইটে দেওয়া আছে।

ইন্টারভিউ

কোনও লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 10 জানুয়ারি। 15 ও 16 জানুয়ারি ইন্টারভিউ হবে।

কল্যাণী AIIMS-এ শতাধিক নিয়োগের সুযোগ পেতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

Back to top button