নিউজ

মিললো অনুমতি, রাজ্য পাচ্ছে আরও ৫টি স্পেশ্যাল ট্রেন, খুশি রাজ্যবাসী

করোনা পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য ৫টি স্পেশ্যাল ট্রেন পেতে চলেছে। পূর্ব রেল ১৩টি রুটে স্পেশ্যাল ট্রেন চালাতে চেয়েছিলো। তাঁর মধ্যে রেল বোর্ড ৫টি স্পেশ্যাল ট্রেনের অনুমতি দিয়েছে। এক তথ্যানুসারে জানা গিয়েছে, এই ৫টি ট্রেনগুলি চলবে ১ অক্টবর থেকে।

এই অতিমারীর ফলে বিশেষ কতগুলি রুটে ট্রেন চালাতে না পারলে সমস্যায় পড়েছে বহু যাত্রী। এছাড়াও দীর্ঘদিন ধরে ট্রেন না হলে আর্থিক সমস্যায় পড়েছে রেল। তাই লাভজনক ১৩টি রুটে ট্রেন চালাতে এবার রেল মন্ত্রকের কাছে আর্জি জানালো পূর্ব রেল।

আগামী ১ অক্টবর থেকে চলবে ট্রেন। তাঁর মধ্যে হাওড়া-গুয়াহাটি, শিয়ালদা-দিল্লি, হাওড়া-জামালপুরে একটি করে স্পেশ্যাল ট্রেন চলবে। এছাড়াও মালদা-নয়া দিল্লির মধ্যে দুটি ট্রেন চালানো হবে। এই রুট গুলির চাহিদা বৃদ্ধির জন্য ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আর বাকি ৮টি রুট ধীরে ধীরে চালু করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।

Back to top button