নিউজ

মাধ্যমিকে হয়েছে প্রথম, ছাত্রকে চার চাকা গাড়ি উপহার দিলো শিক্ষামন্ত্রী

ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী যোগরনাথ মাহাতো তার দেওয়া আগের কথা অনুসরণ করেই বুধবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থানাধিকারীদের উপহার দিলেন গাড়ি। শিক্ষামন্ত্রী এদিন রাঁচিতে ঝাড়খন্ড বিধানসভা চত্বরে তাদের হাতে তুলে দেন গাড়ির চাবি। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন যে তাদের রাজ্যের ছেলে-মেয়েদের পড়াশুনাতে উৎসাহ দেওয়ার জন্যই এই দামি উপহার দেওয়ার কথা ভাবা হয়েছে।

ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী বেশ কয়েকদিন আগেই এই উপহার দেওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। এরপর গত ১৮ সেপ্টেম্বর রেজাল্ট স্ক্রুটিনির কাজ সম্পন্ন হয়ে যাবার পর রাজ্যের কৃতি ছাত্র-ছাত্রীদের তালিকা প্রকাশ করে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল।এবারের উচ্চমাধ্যমিকের পরীক্ষায় সর্বচ্চো নম্বর পেয়েছে বিজ্ঞানবিভাগের ছাত্র অমিত কুমার। সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০০-র মধ্যে পেয়েছে ৪৫৪ নম্বর। অপরদিকে মাধ্যমিকে এবারের পরীক্ষায় প্রথম হয়েছে মনীশ কুমার কাটিয়ার।

ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো ও স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো এই দুই চিত্র অমিত ও মনীশের হাতে তুলে দেয় চাবি।
এই প্রসঙ্গে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী বলেন যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ রক্ষা করলেন। ঝাড়খন্ড রাজ্যের ছাত্র-ছাত্রীদের পড়াশুনাতে উৎসাহ দেওয়ার জন্যই তিনি এই পুরুস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরেই তিনি ঘোষণা করেন যে আগামী বছর থেকে শীর্ষস্থানাধিকারীর সমস্ত খরচ বহন করবে রাজ্যসরকার।

Back to top button