নিউজ

রাশিয়ায় তৈরী হয়ে গেলো করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ

রাশিয়ায় তৈরী হয়ে গেলো করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ । করোনার এই পরিস্থিতিতে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই শেষ হয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ। শীঘ্রই তা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে টীকার জন্যঅপেক্ষা করছিল মানুষ।

একই সাথে কয়েকটি টীকার ট্রায়াল শুরু হলেও রাশিয়ার তৈরি টীকাকে সবার আগে ছাড়পত্র দিয়েছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। এই টীকার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রুশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এমন পেশার মানুষদের এই টীকা দেওয়া হবে তাদের আগে । টীকা দেওয়ার পর সাইড এফেক্ট হিসাবে হাল্কা জ্বর আসতে পারে তবে প্যারাসিটামল ওষুধেই তা ভালো হয়ে যাবে।

অন্যদিকে ভারতের করোনা ভ্যাকসিনটিও শেষ ট্রায়ালে রয়েছে। কয়েকদিনের মধ্যেই ছাড়পত্র পেয়ে যেতে পারে সেটি। জানা গিয়েছে , অন্যান্য বাকি টীকার মত এটিও ভারতের জনগন বিনামূল্যএ পাবেন।

Back to top button