Madhyamik: মাধ্যমিকে প্রথম পাঁচে মেধা তালিকায় রয়েছে কোন কোন স্কুল? দেখেনিন সম্পূর্ণ তালিকা
প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফল। আজ মাধ্যমিকের ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের ৭৫ দিন পর আজ মাধ্যমিকের রেজাল্ট। রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই বেলা ১২টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। ৪৪ হাজার শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন করেছেন। ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে ২২ শতাংশ বেশি ছিল। জেলা হিসাবে পাশের হার এবারও শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। মাধ্যমিকে সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ।
প্রথমজন একজনই, দেবদত্ত মাঝি। সে কাটোয়া দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী। ফলাফল 697।
২ জন ৬৯১ পেয়ে দ্বিতীয় হয়েছেন। শুভম পাল, রিফাত হাসান সরকার, নম্বর পেয়েছেন। 691. শুভম বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র। রিফাত মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র।
সুম্যদীপ মল্লিক, অর্ক মন্ডল, সারোয়ার ইমতিয়াজ, মাহির হাসান এবং অর্ঘ্যদীপ সাহা 690 নম্বর নিয়ে তৃতীয় হয়েছেন। অর্ক টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র। সুম্যদীপ বড়চাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রামকৃষ্ণ মিশনের ছাত্র বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা সারোয়ার, মাহির, অর্ঘ্যদ্বীপ।
চতুর্থ সমদ্রিতা সেন, অনীশ বাদুই, 689 নম্বর । সমদ্রিতা বনগাঁ কুমুদিনী গার্লস হাই স্কুলের ছাত্রী। অনীশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ মণ্ডল, শুভ্রাজিৎ দে, সুপ্রভা আদক, অন্বেষা চক্রবর্তী, ঈশান পাল, রূপায়ণ পাল, এসসি সৈয়দ ভাসিফ, অনুশ্রেয়া দাস এবং শুভ্রজিৎ দেব ৬৮৮ পেয়ে পঞ্চম হয়েছেন। রঘুনটবাড়ি রাম তারক উচ্চ বিদ্যালয়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। যথাক্রমে রামকৃষ্ণ বিদ্যাপীট মিশন ও পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যাপীট মিশন।
সারদা বিদ্যামন্দির (হাই স্কুল), বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বর্ধমান সিএমএস হাই স্কুল (ডে স্কুল), বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, চঞ্চল রাণী দক্ষিণী গার্লস হাই স্কুল, এসি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা।