নিউজরাজ্য

হাসি ফুটতে চলেছে বাঙালির মুখে, দূর্গা পুজোর আগেই টন টন ইলিশ আসছে বাজারে

সামনের দুর্গাপুজো কে সামনে রেখেই গতকাল সোমবার ১২ মেট্রিক টন ইলিশ আমদানি করা হচ্ছে বাংলাদেশে থেকে। ইলিশের প্রথম চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে আসবে এই চালান। বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও আসন্ন দূর্গা পুজো উপলক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর ৪৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। আর এইসমস্ত ইলিশ আসবে বাংলাদেশের ৯ টি সংস্থা থেকে।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ‘নিলা এন্টারপ্রাইজের’ স্বত্বাধিকারী মিহির মুখার্জি বলেন, এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ দশমিক ৬ মার্কিন ডলার। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে। প্রথম চালানের দুই ট্রাকে ৬০০ বাক্সে ১২ মেট্রিক টন ইলিশের রপ্তানি মূল্য এক লাখ ২০ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছেন তিনি।

২০১২ সালের আগে পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়মিত ইলিশ রপ্তানি করা হতো। কিন্তু ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণে ২০১২ সালের পর থেকে ইলিশের রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তবে গত বছর দূর্গা পুজো উপলক্ষেই ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিলো সরকার। তারপর আবার বন্ধ রাখা হয় ইলিশ রপ্তানি। আর এবার অক্টবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো তাই তার আগেই ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

Back to top button