কলকাতানিউজ

আবার খুব সহজেই যেতে পড়বেন কলকাতা থেকে লন্ডন ,১১ বছর পর শুরু হছছে কলকাতা টু লন্ডন উড়ান

প্রায় ১১ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-লন্ডন উড়ান। সেই সব পুরোনো কথা ভুলে চালু হতে চলেছে এই উড়ান।করোনার বিভিন্ন নিয়মবিধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের বিমান পরিবহণ শিল্প।

করোনার এই পরিস্থিতি আগের মতন স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা।কিন্তু কিছু ক্ষেত্রে মিলছে পরিষেবা। কিন্তু এখনো কলকাতার ছ’টি শহর থেকে বিমান ওঠানামার ওপর এখনও তোলা হয়নি নিষেধাজ্ঞা।

এয়ারপোর্টে এক ব্যাক্তির কাছে শোনা যায়,“বন্দে ভারত এর ভারত-ব্রিটেন এয়ার বাবল চুক্তির অধীনে এই ফ্লাইট চালু হচ্ছে। নিঃসন্দেহে তা কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে খুবই সুখবর।” ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন, “কলকাতার সঙ্গে লন্ডনের অনেক পুরনো সম্পর্ক। কলকাতা-লন্ডন উড়ান চালু হলে যাত্রীরও অভাব হবে না। কাজেই, শুধু পর্যটন বা বিমান পরিবহণ শিল্পের জন্য নয়, সার্বিক অর্থনীতির জন্যই এটা দারুণ খবর।”

Back to top button