নিউজ

ইতালির বর-বাঙালি কনে, বিয়ের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি বিয়ের ঘটনায় আলোড়ন পরে গেছে সোশ্যাল মিডিয়ায়। সেই বিয়েতে বাংলাদেশের তরুণী সুমাইরার সাথে বিবাহ বন্ধনে অবোধ হয়েছেন ইতালির মিলিটারি পুলিশে কর্মরত দুমেনিকো টাম্বুর্রিনু।১৪ সেপ্টেম্বর তারিখে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়।

ইতালির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইতালির রাজধানী রম থেকে ৬৯০ কিলোমিটার দূরে ইতালির তুরিন শহরে তাদের দুজনের প্রথম দেখা হয়। সেই সময় ওই তরুণী ইতালির একটি পলিটেকনিক কলেজে পড়াশুনা করতেন। আর সেই সময় ইতালিয়ান বর দুমেনিকোও একই শহরের ক্যারাবিনিয়ারির মার্শাল পদে কর্মরত ছিলেন।

তারপর সুমাইরা পড়াশুনা শেষে বাংলাদেশে চলে এলেও তাদের মধ্যে সম্পর্ক সঠিক ভাবেই বজায় থাকে। সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা বর-কনের দেড় বছরের প্রেমের এ পরিণতির ইতিবাচক দিকগুলো তুলে ধরেছে তারা। আড়ম্বরপূর্ণ বিয়েতে বর পরেন তাঁর পেশার রাজকীয় পোশাক আর কনে সাজেন চিরাচরিত বাঙালি সাজ শাড়ি-গয়নায়।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল ইতালীয় বরের আত্মীয়স্বজন কিন্তু বাঙালি ওই তরুণীর বিয়ের সাক্ষী হিসেবে উপস্থিত ছিল শুধু তার এক বান্ধবী। কারণ করণের কারণে ইতালিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল তরুণীর বাবা ও মায়ের। তারা দূর থেকেই মেয়েকে করেছেন আশীর্বাদ।

আর সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হয়ে গেছে ভাইরাল। কারণ এই প্রথম বাংলাদেশের কোনও তরুণীর সাথে বিয়ে হলো ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার। যা একটি বিরল ঘটনা বলে অনেকেই মন্তব্য করেছে ও অনেকেই নতুন দম্পতিকে তাদের নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছে।

Back to top button