নিউজদেশ

সীমান্তে উত্তেজনার মাঝেই লাদাখে রাফাল উড়াল ভারত, এবার কড়া নজর চীনের ওপর

ভারত ও চীনের মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে উত্তেজনা। টানা ৫ মাস ধরে উত্তপ্ত রয়েছে সীমান্ত পরিস্থিতি। একাধিকবার কমান্ডার লেভেলের বৈঠক হওয়ার পরেও দেখা যায়নি অবস্থার সেরকম উন্নতি।

সম্প্রতি চীন ও ভারতের প্রতিরীক্ষামন্ত্রী সীমান্তে উত্তেজনা প্রশমনের জন্য পাঁচটি পরিকল্পনা করলেও তা বাস্তবে এখনো দেখেনি আলোর মুখ। আর এই উত্তেজনার মাঝেই ভারতীয় বিমান বাহিনীর রাফাল উড়াল দিলো লাদাখের আকাশে।

জানাগেছে রবিবার সন্ধ্যায় আম্বালা যুদ্ধবিমান ঘাঁটি থেকে লাদাখের উদ্যেশে রওনা দেয় এই বহুচর্চিত যুদ্ধ বিমান। লাদাখের পরিস্থিতি ক্ষতিয়ে দেখার জন্যই কাজে লাগানো হয়েছিল রাফালকে বলে মনে করা হচ্ছে।

এমনকি সোমবার সকালেও লাদাখের আকাশে দেখা যায় রাফাল যুদ্ধবিমানটিকে। আর এফালে এটা স্পষ্ট বোঝা গেলো যে সীমান্তে যেমন সজাগ আছে ভারতীয় সেনারা। তেমনি চীনের উপরে নজর রাখছে ভারতীয় বায়ু সেনারাও।

প্রসঙ্গত উল্লেখনীয় যে এর আগে মিগ্ -২১ ও তেজস সহ একাধিক যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে লাদাখের পরিস্থিতির দিকে নজরদারি চালিয়েছে ভারত। তবে এবার সেই নজরদারিতে মাঠে নামলো রাফায়েল। ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেবার ১০ দিনের মধ্যেই রাফালকে লাগানো হলো তার ডিউটিতে। চলতি মাসের ১০সেপ্টেম্বর ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যোগ দিয়েছিলো রাফাল জেট ফাইটার।

সীমান্তে কড়া নজরদারি রাখতে অ্যাপাচি হেলিকপ্টার এবং চিনুক হেলিকপ্টারগুলোও সেনাবাহিনীকে পৌঁছে দিচ্ছে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম। তাই চীনের যেকোনো ভুল পদক্ষেপের যথা যোগ্য জবাব দিতে ভারত যে প্রস্তুত তা বলার আর অপেক্ষা রাখে না।

Back to top button