নিউজ

‘মজা দেখাব, অপেক্ষা করুন’, হুঁশিয়ারি দিয়ে তুমুল চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর!

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সমালোচনা করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। মজা দেখাব, অপেক্ষা করুন না। আধা সামরিক বাহিনী দিয়ে ভোট হবে’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে দেখা করার পরে, অধিকারী কলকাতায় ফিরে সুর চড়ালেন। শুভেন্দু আরও বলেন, ” সাগরদিঘিতে যেমন প্যারা মিলিটারি ফোর্স দিয়ে ভোট হয়েছিল। তৃণমূলকে শায়েস্তা করা হয়েছিল। এবারের পঞ্চায়েত ভোটে আরও বেশি প্রতিরোধ হবে। তৃণমূলের জন্য ‘আড়ং’ ব্যবস্থা করা আছে’। ‘আড়ং ধোলাই’ বলতে ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশ থেকে।

“রাজ্য পুলিশ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করার পরিকল্পনা করেছে”। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই বিস্ফোরক অভিযোগ টুইট করেছেন। শুভেন্দু দীর্ঘদিন ধরেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য নির্বাচন কমিশন 8 জুলাই পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করার সাথে সাথে, শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নিয়ে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লিতে গিয়েও শাহি বৈঠকে সে কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনই খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে শুভেন্দু অধিকারীর ভোটে অশান্তির আশঙ্কাকে গুরুত্ব দিয়ে বাংলায় পঞ্চায়েত ভোটে প্রয়োজনে বাহিনী দেওয়ার বিষয়ে শুভেন্দুকে আশ্বস্ত করেছেন শাহ বলেও বিশেষ সূত্রের খবর।

Back to top button