নিউজ

বাড়ির শিশুদের গল্প শোনান, শিশুর মানিসক বিকাশের জন্য বার্তা দিলেন মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুর দিক থেকেই দেশের শিশু -কিশোরদের প্রতি একটু অতিরিক্ত ভালোবাসা পোষণ করেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হোক আর বিশ্ব শিশু দিবস সর্বক্ষেত্রেই মোদী থাকেন শিশুদের সাথে করেন সুলভ ও স্নেহ পূর্ণ আচরণ।

সেরকমই আজ, রবিবার প্রধানমন্ত্রী মোদী তাঁর ৬৯ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর প্রতি দিলেন বিশেষ বার্তা। তিনি আজ শিশুদের গল্প শোনানোর প্রতি বিশেষ গুরুত্ব দেন। তিনি আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেন ভারতের এতিহ্যর সাথে জড়িয়ে রয়েছে গল্প। আমাদের দেশে গল্পও রয়েছে অনেক।

প্রতিটি শিশুকে গল্প শোনানো প্রয়োজন। আর এরফলে তাদের মানসিক বিকাশ হবে। প্রতিটি পরিবারের গল্প শোনানোর ভ্যাস চালু করা দরকার। সপ্তাহে একবার সকলে পরিবারের সাথে বসুন। গল্প শুনুন ও শোনান।’

প্রসঙ্গত উল্লেখনীয় যে বিশেষজ্ঞরা বলেই থাকেন শিশুদের কল্পনা শক্তি বাড়ানো উচিত। আর এই কল্পনা শক্তি বাড়ে যদি কোনো শিশু গল্প শুনে শুনে তা ভাবতে পারে। তাই শিশুদের ভিডিও গেমে আসক্ত না করে আগেকার দাদু ও দিদিমার মতো গল্প শোনানো অভ্যাস করাই হবে সবথেকে শিশুর মানসিক বিকাশের ভালো উপায়।

Back to top button