নিউজ

উৎসবের মরশুমে রাজ্যে চলবে আরও ৩টি স্পেশ্যাল ট্রেন, জেনেনিন কোন কোন রুটে

করোনা আবহের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন না চললেও কিছু দূরপাল্লা ট্রেনের অনুমতি দিয়েছে ভারতীয় রেল। তবে এই ক’টি ট্রেনের যাত্রীদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। যারফলে যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেশজুড়ে লকডাউনের জেরে রেলের লোকসান হচ্ছিলো। আর তাই লাভজনক ১৩টি রুট বেছে সেই রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০১৯-২০ সালের হিসেবে অনুযায়ী রেলের লোকসানের অঙ্ক কি ছিল তা জানানো হয়নি।

তবে যাত্রীদের কথা মাথায় রেখে পূর্ব রেল ৩রুতে স্পেশ্যাল ট্রেন চালাবে। আর এই স্পেশ্যাল ট্রেন চলবে আগামী ১২ তারিখ থেকে। এর মধ্যে প্রতিদিন হাওড়া জামালপুর স্পেশ্যাল ট্রেন চালু করা হবে। মালদহ টাউন-দিল্লি স্পেশ্যাল চলবে সপ্তাহে ৩দিন করে। আবার মালদহ টাউন-দিল্লি স্পেশ্যাল তৃন্তি চলবে সপ্তাহে ৪ দিন করে। গতকাল থেকেই শুরু হয়ে গেছে রিজার্ভেশন ও ইন্টারনেটের মাধ্যমে টিকিট বুকিং করার পদ্ধতি।

প্রসঙ্গত, প্রিন্সিপাল চিফ অপারেশান ম্যানেজারকে পূর্ব এলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ১৩টি রুটে ট্রেন চালানো প্রসঙ্গে চিঠি লিখেছিলেন। আর সেই চিঠিতে উল্লেখ ছিল পূর্ব রেলের তিন ডিভিশন হাওড়া, শিয়ালদহ ও মালদহ থেকে মেল এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু করার কথা।

Back to top button