নিউজদেশ

৮৬২ কোটি টাকা হবে খরচ, ভারতের নতুন সংসদ ভবন বানাতে চলেছে টাটাগোষ্ঠী

ভারত সরকার এবার সংসদ ভবন নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই নতুন সংসদ ভবন নির্মাণে সরকার খরচ করবে ৮৬২ কোটি টাকা। নতুন সংসদ ভবন নির্মাণের দায়িত্ব পেয়েছে দেশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টাটা।

সংসদ ভবন টি নির্মাণ করা হবে পুরোনো সংসদ ভবনের পাশেই। তিনকোনা এই আকারের নতুন এই সংসদ ভবন তৈরী করতে লাগবে ৯.৫ একর জমি। সাংসদ ভবনে অন্তত ৯০০ জনের বসার ব্যবস্থা থাকবে। আর যৌথ অধিবেশন চলাকালীন অধিবেশনে বসতে পারবেন ১৩৫০ জন। সংসদে এখন লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩ জন। সাধারণত জন সংখ্যা বাড়ার সাথে সাথে সাংসদ সংখ্যা বাড়ানোর কথা থাকলেও ১৯৭১ সালের পর লোকসভার সাংসদ সংখ্যা কার্যত একই আছে।

সূত্রের খবর অনুযায়ী মোদী সরকার চাইছে আগামী ২০২২ সালে স্বাধীনতার ৭৫ টম বছরের ১৫ আগস্টে নতুন সংসদ ভবনে প্রথম অধিভেষন বসুক। এছাড়াও ব্রিটিশ আমলে তৈরী করা এই সাংসদ ভবনের উপর আগের তুলনায় অনেক বেশি চাপ তৈরী হয়েছে।

এছাড়া মোদীসরকার রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার রাজপথ নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই কাজের সময় শিমা ধরা হয়েছে আগামী ২০২৪ সাল পর্যন্ত।

Back to top button