নিউজ

করোনা: ভারত সরকার দিলো অনুমতি, শিগ্রই পাওয়াযাবে করোনা ভ্যাকসিন

ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অক্সফোর্ডের তৈরী করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করার জন্য সেরাম ইনস্টিটিউট কে আবার দিলো অনুমতি। ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডা. ভিজে সোমানি একথাই জানিয়েছেন। এর আগে ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অক্সফোর্ডের তৈরী কোভিশিল্ডের ট্রায়াল ভারতে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলো পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে।

তবে এবার কোভিশিল্ডের ট্রায়ালের অনুমতি দেওয়া হলেও এবার বেশকিছু অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। স্ক্রিনিং-এর সময় করতে হবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও স্বেচ্ছাসেবীদের শারীরিক অবস্থার প্রতিমুহূর্তের খেয়াল রাখতে হবে। যে সব স্বেচ্ছাসেবীদের এই ডোজ দেওয়া হবে তাদের সমস্ত বিবরণ ডিজিসিআই-এর অফিসে জমা রাখতে হবে সেরাম ইন্টিটিউটকে।

প্রসঙ্গত উল্লেখনীয় যে কিছুদিন আগেই এক স্বেচ্ছাসেবীর শরীরে স্নায়ুর সমস্যা দেখা যাওয়ার কারণে ট্রায়াল বন্ধ করে দেয় অস্ট্রজেনকা। ভারতেও সেরাম ইনস্টিটিউটকে বন্ধ রাখতে বলা হয় ট্রায়াল। ভারতে সেরাম ইনস্টিটিউটের ট্রায়াল আবার শুরু হওয়ায় আশা করা হচ্ছে খুব শিগ্রই ভারতে পাওয়া যাবে এই করোনা ভ্যাকসিন।

Back to top button