নিউজদেশ

করোনা: ক্লিনিক্যাল ট্রায়ালে মিললো বড় সাফল্য, আশার আলো দেখাচ্ছে ভারতের কোভ্যাক্সসিন

সম্প্রতি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’কে নিয়ে দেখা গেছে জটিলতা। আর তারমাঝেই এবার সুখবর এলো ভারতের থেকে। করোনা অসুস্হ নিয়ে গবেষণা চালায় সংস্থা ভারত বায়োটেক করোনা ভ্যাকসিন প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে গেলো আরও এক ধাপ। সবকিছু ঠিক থাকে থাকলে আগামী কয়েকমাসের মধ্যেই ভাৰত তাদের নিজস্ব করোনা ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

কিছুদিন আগেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। যদিও সেই ভ্যাকসিন নিয়ে মানুষের মনে রয়েছে বিভিন্ন প্রশ্ন এমনকি ওহ এখনো রাশিয়ার আবিষ্কৃত ভ্যাক্সিনকে মান্যতা দেয়নি। অপরদিকে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে নিরাপত্তা বিষয়ক প্রশ্ন থাকায় মাঝ পথেই থমকে গিয়েছে তাদের ভ্যাকসিনের ট্রায়াল। আর এমন পরিস্থিতে আসার আলো দেখাচ্ছে ‘কোভ্যাক্সিন’।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরী করা হচ্ছে করোনা প্রতিরোধের এই টিকা। নতুন আপডেট হিসেবে সংস্থাটি জানিয়েছে কোভ্যাক্সসিন ইতিমধ্যে পশুর শরীরের ট্রায়ালে উতরে গেছে। এছাড়া এদেশে প্রথম দফার ক্লিনিক্যাল ট্রায়ালে ভারতের প্রস্তাবিত প্রতিষেধকের ‘অনাক্রম্যতা এবং প্রতিরোধী সক্ষমতা’ প্রমাণিত হয়েছে।

Back to top button