নিউজ

বিহারে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, জানালো নির্বাচন কমিশন

করোনা পরিস্থিতির মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন। আজ তাঁর দিন ক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশন সুনীল কুমার অরোরা জানিয়েছেন, বিহারে তিন দফায় নির্বাচন হবে। এই ভোট গ্রহণে তারিখ গুলি হলো- ২৮ অক্টবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর। তবে আগামী ৮ অক্টবর প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

করোনা পরিস্থিতিতে এই ভোটগ্রহণ করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি নির্বাচন কমিশন আরও জানায় যে, ভোট গ্রহণের সময় সামাজিক দূরত্ব বজায়ের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।এর জন্য একদিকে যেমন বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনি ওপরদিকে বুথ পিছু ভোটারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীরা কোনও সমাবেশ ডাকতে পারবে না। প্রচারের জন্য যাবতীয় কাজ ভার্চুয়াল মাধ্যমেই কাজ সারতে হবে। বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য বেশি মানুষ একত্রিত হতে পারবেন না।

Back to top button