নিউজ

BigNews: নতুন বছরেই DA নিয়ে বড় খবর! আশায় বুক বাঁধছে রাজ্য সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মীদের জন্য গত ডিসেম্বরে চার শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

রাজ্য সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, আগামী ৫ তারিখের পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তবে, আদালত এখনও নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করেনি।

তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট যদি রাজ্যের SLP খারিজ করে দেয়, তাহলে মামলাটি হাইকোর্টে চলে আসবে। আমরা সরকারি কর্মীদের জয় নিয়ে আশাবাদী। এর আগে SAT-এও আমরা মামলাটিতে জয় পাই। তারপর মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। আদালত বলেছিল, DA ঐচ্ছিক বিষয় নয়। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতেও আমাদের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত।”

অন্যদিকে, আরও দুই সংগঠন যাঁরা সুপ্রিম কোর্টে DA মামলা লড়ছে তারাও নিজেদের অবস্থানে অনড়। তাঁরা দাবি করেন, কেন্দ্রীয় হারে যাতে রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেয় রাজ্য সরকারি কর্মীদের।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দেওয়ার পক্ষে নির্দেশ দিয়েছিল। রায় দেওয়ার তিন মাসের মধ্যে সেই DA মেটানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, রাজ্য এই নির্দেশের পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও তা খারিজ হয়ে যায়। এরপরেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

মামলার আগামী শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য কতটা সুখবর আসে তা দেখার অপেক্ষা।

Back to top button