নিউজ

বড় সাফল্য পেলো ভারতীয় সেনা, সীমান্তে বিপুল অস্ত্র উদ্ধার করলো বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী আজ পাকিস্তান সীমান্তের ফিরোজপুর জেলা থেকে উদ্ধার করেছে বিপুলপরিমানে অস্ত্র ও গোলাবারুদ। আজ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলির মধ্যে রয়েছে ৩ টি একে ৪৭ ও দুটি এম -১৬ রাইফেল।
খবরে জানাগেছে যে বিএসএফ যৌন অভিযানের সময় একজন সেনা কর্মী একটি অস্ত্র ও গুলিভর্তি ব্যাগ উদ্ধার করে। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে পাকিস্তান-ভারত সীমান্তের কাছে যোগিন্দর চৌকি এলাকাতে উদ্ধার হয় এই ব্যাগ।

বিএসএফ’র এক কর্মকর্তা জানান, একে-৪৭ এর ছয়টি ম্যাগজিন ও ৯১ রাউন্ড এবং এম-১৬ রাইফেলের চারটি ম্যাগজিন ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি পাওয়া গেছে ব্যাগে।

বিএসএফ’র স্থানীয় স্টেশন হাউস কর্মকর্তা বিরবল সিং জানান, সীমান্ত ফাঁড়ির কাছের একটি ক্ষেতে টহল দেওয়ার সময় ব্যাগটি দেখতে পায় সে । সেই প্লাস্টিকের পরিচ্ছন্ন ব্যাগে পাওয়া গেছে এই ধরণের মারাত্বক অস্ত্রশস্ত্র।

Back to top button