নিউজ

বড় ধাক্কা মোদী সরকারের, NDA জোট ভেঙে বের হয়ে গেলো শিরোমনি অকালি দল

সম্প্রতি রাজ্যসভাতে পাশ হয়েছে কৃষিবিল। আর সেই বিল নিয়েই ঘর আপত্তি দেখিয়ে এনডিএ জোট থেকে বের হয়ে গেলো শিরোমনি আকালি দল। শনিবার এই বিষয় নিয়েই আকালি দলের কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় এনডিএ জোট ছাড়ার।

বৈঠক শেষে শিরোমনি অকালি দলের প্রেসিডেন্ট সুখবীর সিং বাদল জানিয়ে দেন যে এরপর থেকে তারা আর এনডিএ সরকারের সাথে জোট বদ্ধভাবে কাজ করবে না। উল্লেখ্য শ্রমনি আকালি দলের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় শাসক দল।

নতুন পাশ হওয়া কৃষিবিলের প্রতিবাদে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রীসভাতে ইস্তফা দেন শিরোমনি আকালি দলের নেত্রী হরসিমরত কৌর। আর তারপরেই তিনি কৃষকদের সাথে মিলে এই বিলের প্রতিবাদ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ইস্তফা দেওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন কৃষকদের স্বার্থেই তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখনীয় পাঞ্জাবের কৃষক সম্প্রদায়ের একটি বড় অংশ শিরোমনি অকালি দলের সদস্য।তাই কেন্দ্রের পাশ করা নতুন কৃষি বিলের বিরুধ্যে কৃষকদের বিক্ষোভ দেখেই ও তা বিবেচনা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে শিরোমনি আকালি দল।

Back to top button