Bangladesh : ভোট দিতে যাচ্ছেন না অনেকেই ? বাংলাদেশে খাঁ খাঁ করছে একাধিক ভোট কেন্দ্র
রবিবার সকাল ৮টা থেকে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু প্রথম দুঘণ্টায় ভোট পড়ার হার খুব কম। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
বিএনপির ডাকা হরতালের কারণে এবং এদিনও বরিশাল, চট্টগ্রামের কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষর ঘটনা ঘটেছে। এই কারণে মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে। সেই কারণে সবাইকে উৎসবের আমেজে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন করা জন্য আহ্বান জানালেও একটি শ্রেণির মানুষ ভোটকেন্দ্রে আসতে চাইছেন না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দেশের সব মানুষ সংসদ নির্বাচনে ভোট বয়কট করেছে।
নির্বাচন কমিশনাররা বলছেন, ভোটের হার বেলা বাড়লে বৃদ্ধি পাবে।
নির্বাচন কমিশনের প্রধান কাজ হল সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো। ভোটার উপস্থিত হল কী না দেখার দায়িত্ব আমাদের নয়।
মিরসরাইয়ে প্রথম ২ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১৬শতাংশ। শিবরামপুরের আরকে অ্যাকাডেমী কেন্দ্রে এক ঘণ্টায় ৯৯টি ভোট পড়েছে। টঙ্গি ,খুলনা এলাকাতেও ভোটের হার প্রথম দুঘণ্টায় কম।