নিউজ

দুর্গা পূজা বাতিলের ডাক দিলো আলফা, চাঞ্চল্যের মুখে প্রশাসন

সংবাদ মাধ্যমে বার্তা পাঠিয়ে শারদোৎসব দুর্গাপুজো বাতিলের ডাক দিল অসম সহ উত্তর পূর্ব ভারতের অন্যতম সংগঠন আলফা। সংগঠনের সুপ্রিমো তথা ভারত ও বাংলাদেশ সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড পরেশ বড়ুয়ার নির্দেশে অসমে এবার দুর্গা পূজা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, করোনার আক্রমণ অসমে বাড়ছেই। তাই এই কারণে দুর্গা পূজার মতো জনসমাগম উৎসব এবার বাতিল করা দরকার। সংক্রমণ এড়াতেই এই আহ্বান। আলফাদেড় যুক্তি, করোনা সংক্রমণের কারণে অহম জাতির অন্যতম রঙ্গালি বিহু বাতিল করেছে রাজ্য সরকার,তাই ঠিক একই কারণে দুর্গা পূজা বাতিল করতে হবে এবা। প্রশ্ন তুলেছে আলফা যে কেন সরকার দুরো পুজোর জন্য কমিটি তৈরী করছে । আলফাদেড় তরফ থেকে আসা এই বার্তাতেই অসম প্রশাসনিক মহলে সৃস্টি হয় তীব্র চাঞ্চল্য।

গুয়াহাটিতে বাড়ছে সংক্রমণ। বেড়েছে সংক্রমণ অসমে। এই অবস্থায় উৎসব পালন নিয়ে প্রশ্ন তুলেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি।

Back to top button