নিউজ

করোনায় একদিনে মৃত্যু ৫৮ জনের

বাংলায় একদিনে ৫৮ জনের মৃত্যু৷ আক্রান্ত ২,৯৭৮ জন৷ তবে সুস্থ হয়ে ওঠার হার ৮৪ শতাংশের বেশি৷ গত ২৪ ঘন্টায় ৪৫ হাজারের বেশি করোনা টেস্ট৷শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান মোতে একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৫৫ জনে৷ তুলনামূলক ভাবে একদিনে ফের বেড়েছে মৃতের সংখ্যা৷ তবে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয় রাজ্যে ৩ হাজার ৪৫২ জনের।

৫৮ জনের মৃত্যুর মধ্যে কলকাতার ১৭ জন, উত্তর ২৪ পরগনার ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনার ৫ জন, হাওড়া ৫ জন, হুগলি ২ জন, পশ্চিম বর্ধমান ২ জন, পূর্ব বর্ধমান ১ জন, পশ্চিম মেদিনীপুর ৫ জন, নদিয়া ১ জন, মুর্শিদাবাদ ২ জন, উত্তর দিনাজপুর ১ জন,দার্জিলিং ২ জন,আলিপুরদুয়ার ১ জন৷গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৭৮ জন৷ বৃহস্পতিবার ২,৯৮৪ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন৷ নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷

সুস্থ হয়ে উঠেছেন ৩,৩০৫ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,৩৩৫ জনে৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৪৮ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৮৪.০২ শতাংশ৷ বুধবার ছিল ৮৩.৫৩ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷রাজ্যে ফের কমল আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে রোগীর সংখ্যা ২৪ হাজারের নিচে নেমে ৷ তথ্য অনুযায়ী, ২৩ হাজার ৬৫৪ জন৷ যা বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারে ৩৮৫ জন কম৷

এই মুহূর্তে সব মিলে রাজ্যে ৭১টি ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে করোনা৷ আরও ২ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৯০ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৫ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,২৭৫ টি৷ আইসিইউ রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

Back to top button