নিউজ

১দিনেই ক্ষতি ৪৩০০০কোটি টাকা, এশিয়ার সেরা ধনীর তকমা হারালেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি এতদিন পর্যন্ত ছিলেন এশিয়ার ধনীতম ব্যক্তিদের মধ্যে শীর্ষে।২০১৮ সাল থেকেই তিনি আছেন সেই তালিকার শীর্ষে।আলিবাবার কর্ণধার জ্যাক মা আবার ফিরে পেলেন প্রথম স্থান তার দ্বিতীয় স্থানে নেমে গেলেন ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানির দ্বিতীয়স্থানে চলে যাবার আসল কারণ হলো সম্প্রতি বিশ্ব বাজারে তেলের দাম ৩১ শতাংশের নিচে নেমে যাওয়া।আর্থিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী গত সোমবার তার ১ দিনেই ক্ষতি হয়েছে ৪৩ হাজার কোটি টাকা।আর এরফলেই তিনি নেমে গেলেন দ্বিতীয় স্থানে।এই মুহূর্তে জ্যাকমা -র সম্পত্তির পরিমান মুকেশ আম্বানির থেকে ৩।৬ বিলিয়ন ডলারের বেশি।

সৌদি আরব ও রাশিয়ার মধ্যে রেশ রেসির কারণেই তেলের দামের এই বড়ো পতন বলে ধরা হচ্ছে। আর সেই কারণেই ভেঙে গেছে গত ২৯ বছরের রেকর্ড সেই সাথে দোসর হয়েছে করোনা আতঙ্ক।যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে শেয়ার বাজারেও।

আর এই বড় পতনের কারণে রিলায়েন্সের শেয়ারের দাম পরে গেছে ১২ শতাংশ।মুকেশ আম্বানি আবার কবে শীর্ষে পৌঁছন সেই বিষয়ে নজর রাখবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।

Back to top button