নিউজ

খেতাব হারাচ্ছে বুর্জ খলিফার, বিশ্বের সর্বোচ্চ বহুতল হতে চলেছে ‘কিংডম টাওয়ার’

সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন কিংডম টাওয়ার আগামী কয়েক বছরে বিশ্বের সর্বোচ্চ বহুতলের খেতাব ছিনিয়ে নিতে চলেছে। বুর্জ খলিফার চেয়ে ১০০ মিটার বেশি উঁচু এই টাওয়ারের উচ্চতা হবে ১,০০০ মিটার।

২০০৪ সালে নির্মাণ শুরু হয়েছিল দুবাইয়ের বুর্জ খলিফা। ২০১০ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই গগণচুম্বী বহুতলটি। ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফা রাতারাতি সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে ফেলেছিল।

কিন্তু এবার বুর্জ খলিফার উচ্চতাকেও ছাপিয়ে যেতে চলেছে কিংডম টাওয়ার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে জানানো হচ্ছে, জেদ্দার এই টাওয়ারে বিলাসবহুল হাউজিং, অফিস স্পেস, সার্ভিস অ্যাপার্টমেন্ট এবং দুই সার্বভৌম সরকারের যুগ্ম প্রশাসনিক কার্যকলাপও হবে। এই বহুতলই হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ পর্যটন স্থল।

কিংডম টাওয়ার তৈরিতে খরচ হচ্ছে ১.২৩ বিলিয়ন ডলার। বুর্জ খলিফার থেকে দামি এবং সর্বোচ্চ দুই খেতাবই কেড়ে নিতে পারে সৌদির এই টাওয়ার।

২০২৩ সালে ফের একবার কিংডম টাওয়ারের নির্মাণ শুরু হয়। এখনও পর্যন্ত এর নির্মাণ শেষ হওয়ার ডেডলাইন না মিললেও গড়ে উঠলে এটি বুর্জ খলিফার খেতাব ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছি, তা বলাই বাহুল্য।

Back to top button