নিউজ

কলকাতা মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনে সাবওয়ে সংযোগ চালু, বাড়বে যাত্রীদের সুবিধা

কলকাতা মেট্রোর এসপ্লানেড স্টেশনে সাবওয়ে সংযোগ চালু হয়েছে। এটি উত্তর-দক্ষিণ মেট্রোর স্টেশনের সাথে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনকে সংযুক্ত করেছে। ফলে যাত্রীরা একই স্টেশন থেকে দুটি লাইনের মেট্রো ব্যবহার করতে পারবেন।

সাবওয়েটি প্রায় ৫০ মিটার দীর্ঘ এবং ৮ মিটার প্রশস্ত। এটি উত্তর-দক্ষিণ মেট্রোর প্ল্যাটফর্মের উপরের তল থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফ্লোর পর্যন্ত বিস্তৃত। যাত্রীরা সাবওয়েতে চলমান সিঁড়ি, লিফট বা সিঁড়ি দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন।

নতুন এই সংযোগ চালু হওয়ায় যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, যাত্রীদের ট্রেন বদল করার জন্য অন্য স্টেশনে যেতে হবে না। এছাড়াও, দুই লাইনের যাত্রীদের ভিড় সামলাতেও এই সংযোগ সহায়ক হবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সংযোগটি শুক্রবারের মধ্যে পুরোদমে চালু হবে।

Back to top button