নিউজ

সরকারি হাসপাতালে অব্যাহত ‘দালাল রাজ’, ক্ষোভ প্রকাশ করলেন মদন মিত্র

উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে দালালদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় দালালদের হয়রানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল বেলা। উত্তর দমদম অঞ্চলের এক রোগীকে শ্বাসকষ্ট জনিত চিকিৎসার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবার। সেখানে আইসিসিইউতে বেড দেওয়ার নাম করে ছয় হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

রোগীর পরিবারের লোকেরা এই ঘটনার কথা কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্রকে জানান। মদন মিত্র হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই রোগীকে আইসিসিইউতে ভর্তি করার ব্যবস্থা করেন। কিন্তু তারপরেই সেই রোগীর মৃত্যু হয়।

এই ঘটনার পর রাত্রিবেলা সাগর দত্ত হাসপাতালে আসেন মদন মিত্র। তিনি দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি বলেন, “দালালদের কারণে হাসপাতালে পরিষেবা প্রভাবিত হচ্ছে। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মদন মিত্র বলেন, “কালকের থেকে আমার দলের লোকেরা হাসপাতালে পর্যবেক্ষণ করবে। দালালদের ধরতে পারলে তাদেরকে রাস্তায় মানুষের সামনে দাঁড় করানো হবে।”

চলতি বছরে মার্চ মাসে সাগর দত্ত হাসপাতালে আরেকটি রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায়ও দালালদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

মদন মিত্রের প্রতিবাদের পর সাগর দত্ত হাসপাতালে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Back to top button