নিউজ

মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টন টন ইলিশ! কিন্তু বাজারে কেন কমছেনা দাম? প্রশ্ন মাধ্যবিত্তের

বর্ষার মরশুমে মাছে ভাতে বাঙালি। আর এই মরশুমেই মাছের রাজা ইলিশের দেখা মেলে। কিন্তু এবার ইলিশের দাম এত বেশি যে অনেক বাঙালিই তা কিনতে পারছে না।

কয়েকদিন আগেই দীঘা এবং ডায়মন্ড হারবার মোহনায় টন টন ইলিশ ঢুকেছে। তার আগে ইলিশের জোগান না থাকায় কার্যত পকেট পুড়ছিল বাঙালির। তবে গত কয়েকদিনে দীঘা এবং ডায়মন্ড হারবারের মোহনায় যে হারে ইলিশ ঢুকেছে তাতে আশা জেগেছিল বাঙালির মনে। এমনকি, এ দিন বাজারে মরসুমের সব থেকে বেশি ইলিশ ছিল বলেও দাবি করছেন ব্যবসায়ীদের একাংশ।

কিন্তু দাম কমেনি। ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল কেজি প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা। এদিকে ৫০০ গ্রামের আশেপাশের ওজনের ইলিশের দাম ছিল প্রায় ৫০০ টাকা কেজি প্রতি। তবে বড় ইলিশের দাম ছিল অনেকটাই বেশি। প্রায় এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকায়।

এই দামে অনেক বাঙালিই ইলিশ কিনতে পারছে না। তারা বলছেন যে ইলিশ এখন বিলাসিতা হয়ে গেছে। তারা দাবি করছেন যে ইলিশের দাম কমানো উচিত।

মাছ ব্যবসায়ীরা বলছেন যে দাম কমে আসবে। তারা বলছেন যে ইলিশের আমদানি চলতে থাকলে ক’দিনের মধ্যে দাম কমে যাবে।

তবে এখন পর্যন্ত দাম কমেনি। ফলে বাঙালিদের মুখের হাসি ম্লান হয়ে গেছে।

Back to top button