নিউজ

বিশ্বের উচ্চতম সেনা ঘাঁটিতে আগুন, সহকর্মীদের বাঁচাতে গিয়ে এক ভারতীয় সেনা হলেন শহীদ

কাশ্মীর লাগোয়া সিয়াচেন হিমবাহে সেনা বাহিনীর বাঙ্কারে লাগা আগুনে ক্যাপ্টেন অংশুমান সিংহ নামে এক ভারতীয় সেনা অফিসার শহীদ হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ওই বাঙ্কারে হঠাৎ আগুন লাগে। সেই আগুন থেকে চৌকিতে মজুত গোলাবারুদে বিস্ফোরণ ঘটে।

ক্যাপ্টেন অংশুমান সিংহ সহকর্মীদের বাঁচাতে গিয়েই শহীদ হয়। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনার সময় ওই চৌকিতে আরও কয়েকজন সেনা সদস্য ছিলেন। তাদের সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিন জন আগুনে গুরুতর জখম হওয়ায় তাদের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিশ্বের উচ্চতম সেনা ঘাঁটি সিয়াচেনে দিনে মাইনাস ২৫ ডিগ্রি এবং রাতে মাইনাস ৪২ ডিগ্রি তাপমাত্রা থাকে। হিমাঙ্কের নিচে প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার জন্য সেনাচৌকি এবং বাঙ্কারগুলোতে আগুন জ্বালানো হয়। সেই আগুন থেকেই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সেনা কর্মকর্তাদের একাংশ।

সিয়াচেন সীমান্তের স্পর্শকাতর দিকটির কথায় মাথায় রেখে এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে।

Back to top button