নিউজ

বিশেষ: পর পর ফ্লপ সিনেমা থেকে অবশেষে সুপারস্টার! জেনেনিন মহানায়কের জীবনের অজানা ৬ টি গল্প

আজ বাংলার মহানায়ক উত্তম কুমারের ৯৭তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হল:

অগ্নিপরীক্ষা ছবির পোস্টার নিয়ে বিতর্ক হয়েছিল। পোস্টারে লেখা ছিল, “সত্যিকারের ভালোবাসার সাক্ষী অগ্নিপরীক্ষা”। সুচিত্রা সেনের স্বামী দিলীপকুমার এই লাইনটি পছন্দ করেননি।

অ্যান্টনি ফিরিঙ্গি ছবিটি সত্যিকারের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। হেন্সম্যান অ্যান্থনি নামক এক পর্তুগিজ নাবিকের জীবনী থেকে এই ছবির চিত্রনাট্য রচিত হয়েছিল।

দেওয়া নেওয়া ছবির মিউজিক পরিচালক শ্যামল মিত্র ছিলেন ছবির প্রযোজকও।

সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ছবির সন্দীপ চরিত্রটি প্রত্যাখ্যান করেছিলেন উত্তম কুমার। তিনি নায়ক সুলভ চরিত্রের মোড়ককে খুব একটা ভাঙতে চাননি।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? গানের শুটিং একসময় বানচাল করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সুচিত্রা সেন প্রবল আপত্তির সম্মুখীন হন। কিন্তু তিনি কারো কথা না শুনে এগিয়ে যান।

বলিউডের নামজাদা কোরিওগ্রাফার সরোজ খান ১৯৬১ সালের সাথী হারা ছবিতে উত্তম কুমারের সঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু উত্তম কুমারের অসুস্থতার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়।

উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি। তাঁর অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং উপস্থিত বুদ্ধিমত্তা আজও অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে বাংলার মানুষ শ্রদ্ধা জানাচ্ছে।

Back to top button